ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

এক চার্জে ৩৮ দিন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬ , ০৫:৪৭ পিএম


loading/img

সময়ের সঙ্গে থাকতে, প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দিন দিন বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। যারা স্মার্টফোন ব্যবহার করেন, তাদের অনেকেই ঝামেলায় পড়েন ফোনের ব্যাটারি নিয়ে। 

বিজ্ঞাপন

সারারাত চার্জ দিয়ে সকালে বের হলেন, সারাদিন চলে কথা-সেলফি-ইন্টারনেট-গান-ভিডিও-সোশ্যাল মিডিয়া। দেখা যায় অনেকেরই বিকেল বা সন্ধ্যায় শেষ হয়ে যায় চার্জ। তখন চার্জ দেয়ার সুযোগ মেলে না সবসময়, পড়তে হয় বিপদে। 

চার্জ শেষ হয়ে যাবার এ সমস্যা থেকে মুক্তির একটি উপায় হতে পারে আসুস জেনফোন ম্যাক্স। মোবাইলটির স্পেশাল ফিচার হচ্ছে একবার চার্জ দিলেই হতে পারে মাস পার। 

বিজ্ঞাপন

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস নতুন মোবাইল আসুস জেনফোন ম্যাক্স (জেড৫৫০কেএল) আনুষ্ঠানিকভাবে বাজারে ছেড়েছে কিছুদিন আগে।

আসুস তাদের ওয়েবসাইটে জানিয়েছে মোবাইল ফোনটির সব তথ্য। এটির স্ট্যান্ডবাই টাইম ৯১৪ ঘণ্টা বা ৩৮ দিন। অর্থাৎ একবার পুরো চার্জ দেয়ার পর ফোনটিকে যদি স্ট্যান্ডবাই মোডে রেখে দেয়া হয়, তাহলে ফোনে চার্জ থাকবে টানা ৩৮ দিন। 

ফোনে আছে কাস্টম ক্রাফটেড লিথিয়াম পলিমার ব্যাটারি, যার এনার্জি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ। বিশেষ প্রযুক্তির সাহায্যে সবচেয়ে অল্প জায়গায় সবচে’ বেশি এনার্জি ধারণ করতে পারে এ ব্যাটারি।

বিজ্ঞাপন
Advertisement

৮ জিবি ও ১৬ জিবি— ২ ধরনের র‌্যাম ভার্সনে পাওয়া যাবে ফোনটি। ৬৪ জিবি পর্যন্ত মাইক্রো এসডি ব্যবহার করা যাবে এ ফোনে। এতে প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাটি হলো ৫ মেগাপিক্সেল। 

ডুয়াল সিমের এ মোবাইলে আছে ৫.৫ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ যেটি পরবর্তী ভার্সন মার্শালম্যালোতে আপগ্রেডেবল।  

ফোনে একটানা কথা বললে, চ্যাট করলে চার্জ থাকবে ৩৭.৬ ঘণ্টা। একটানা ওয়াই-ফাই ব্রাউজিংয়ে চলবে ৩২.২ ঘণ্টা। আর টানা দেখা যাবে ২২.৬ ঘণ্টার ভিডিও। 

আসুস জেনফোন ম্যাক্স ব্যবহার করা যাবে পাওয়ার ব্যাংক হিসেবেও। এর ওটিজি পোর্ট দিয়ে অন্য ডিভাইস চার্জ করা যাবে খুব সহজেই। 

এম/ এসজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |